Navbar


শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

অমৃত বাসনা

অমৃত বাসনা

         অঞ্জন জানা

আমার স্বপ্নের বাসনা গুলি 
এক সাথে পুঁটলি বেঁধে  তুলে রেখেছি 
কোনো দিন যদি 
এক ঘেঁয়ে খেলা গুলো 
আর ভালো না লাগে,
তবে পুঁটলি খুলে দেখো 
হীরে  জহরতের মতো দামি,
আর  আমৃতের স্বাদ খুঁজে পাবে।
আমার বাসনা গুলি পুস্প দলে 
বিকশিত হবে সুখের সীৎকারে।
খুশীতে শঙ্খ ঘণ্টা করে 
ছুঁয়ে যাবে আকাশ বাতাস 
আমার ভীষণ বিষাদ গুলি,
নিঃশব্দে হাসিতে, নিরব পদ চারণায়।

1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর কবিতা. আরো সুন্দর কবিতা লিখুন

    উত্তরমুছুন