Navbar


সোমবার, ৬ মার্চ, ২০১৭

সেই হৃদয় সেই উপহার

  সেই হৃদয় সেই উপহার 

ঘুমে মগ্ন যে শিশু 
তার সাথে মিশে আছে হৃদয়ের নিবিড়তা,
সব শব্দের আঙ্গিনা জুড়ে 
যে সতেজতা মিশে আছে একান্ত  কথায় 
তার ভিতর 
জ্বলতে থাকে অকৃত্রিম প্রেমের দিশা 
সে-সত্য ঘিরে 
আজ যদি এই  সত্য রচনা হয় 
তবে জীবনের কোনদিক আর খালি থাকে?
তুমিও সেই সত্য 
যে  সত্যে আলোকিত দিগন্তের 
ওপারে থাকা এক স্বচ্ছ আত্মিক পৃথিবী 
হৃদয়ের স্বচ্ছতায় ডুব দিয়ে থাকে 
এখানে তোমার হৃদয়ের উপহার
এক সাজানো সময়কেও টেক্কা দেয় 
মধুর করে জীবনের সব বিষাদ 
উপচে ওঠা বেদনার ঢেউয়ে  
মিশিয়ে দেয় খুশির রং 
উচ্ছাসিত হয়ে ওঠে জীবনের ছন্দ। 
তখন ভালো লাগে এই পৃথিবীর পথ। 
এই স্বপ্ন আমাকে 
সামনে যেতে সাহস দেয়
আমি ক্রমশ সাহসী হই 
প্রেমিক হয়। 
আর সামনে দাঁড়িয়ে পেতে চাই
চিরকাল এইরকম হৃদয়ের নির্মল উপহার।
তুমি দিও চিরকাল সেই হৃদয় ,
 সেই উপহার।

রচনায় -বৃন্দাবন কাজলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন